
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ৯ ডিসেম্বর ২০২৫
জেন্ডার ইকুয়ালিটি ফোরামের মাসিক মিটিং বাগজানা ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোছা. পারভীন আক্তার, যিনি মিটিংয়ের শুরুতেই উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং জেন্ডার সমতা বাস্তবায়নে ফোরামের চলমান কার্যক্রম তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নাজমুল হক। তিনি তাঁর বক্তব্যে ইউনিয়ন পরিষদ পর্যায়ে নারীর অধিকার সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি বিশেষভাবে উল্লেখ করেন যে—
গরিব ও অসহায় পরিবারগুলোর মামলা পরিচালনার জন্য ১,৩০০/- টাকা সহযোগিতা প্রদানের উদ্যোগ অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়।
তিনি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এবং বন্ধন এনজিওকে এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, যাতে দরিদ্র মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ আরও সহজ হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি। মিটিংয়ে আসন্ন মাসের কর্মপরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা কার্যক্রম এবং কমিউনিটিতে জেন্ডার সমতা উন্নয়ন বিষয়ক নানা প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।
পরিশেষে সভাপতিত্বকারী মোছা. পারভীন আক্তার সকলকে ধন্যবাদ জানিয়ে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।