1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন প্রত্যয়ে ব্যবসা-বাণিজ্যের অগ্রযাত্রা জয়পুরহাট জেলায় শীতে মানুষ জবুথবুঃ দুর্ভোগে নিম্নআয়ের মানুষ শীতার্ত শিশুদের উষ্ণতায় পামডোর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ হাকিমপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত জয়পুরহাটে সংবাদ সংগ্রহের সময় এনটিভি সাংবাদিককে লাঞ্ছিত, সংরক্ষিত নারী মেম্বার নুরবানু গ্রেপ্তার নওগাঁ মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান জয়পুরহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা প্রেসক্লাবের সামনে জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির বক্তব্য প্রদান জবই বিলে পাখির প্রজাতি বেড়েছে, সংখ্যা কমেছে উদ্বেগজনক হারে আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

পাঁচবিবিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১৯ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। তিনি গ্রামীণ সড়ক উন্নয়ন, টেকসই যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং সড়কের গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রযুক্তিগত উপস্থাপনায় প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু গ্রামীণ জনপদের সহজ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে আধুনিক পরিকল্পনা, সড়ক ব্যবস্থাপনা, কোর রোড নেটওয়ার্কের কাঠামো এবং মৌলিক উন্নয়ন নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক ছাত্রদল নেতা আবু তাহেরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর আমীর আবুল বাশার মাস্টার, উপজেলা বিআরডিবির সভাপতি ও বিএনপি নেতা প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হোসেন চৌধুরী, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, প্রেসক্লাব সভাপতি আজাদ আলী, সম্পাদক সজল কুমার দাসসহ শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি, ঠিকাদার ও সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রামীণ সড়ক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালীকরণ এবং স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াত সহজীকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। শেষে এলাকাভিত্তিক প্রস্তাবনা সংগ্রহ, সমস্যার তালিকা প্রণয়ন ও সম্ভাব্য সড়ক উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট