ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
বন্ধনের আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফ এর সহযোগিতায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় বন্ধন সভাকক্ষে উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম এর সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি খালেদা আক্তার বিজলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মহাদয়ের প্রতিনিধি উপজেলা সমাজসেবা অফিসার সাজেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জহুরুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব গোলাম মোস্তফা এবং পাঁচবিবি থানার পরিদর্শক জনাব মোঃ আসাদুজ্জামান। প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটেটর জনাব বিপ্লব আলীর প্রত্যক্ষ সক্রিয় কার্যক্রমে অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা মানবাধিকার মনিটরিং অফিসার ডঃ সাজাদুল বারী।
এ সভায় পাঁচবিবি উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত মানবাধিকার কর্মীরা উপজেলা মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।বন্ধনের কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব মাজেদুর রহমান প্রধান এর আলোচনার পরে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরামের সভাপতি জনাব খালেদা আক্তার বিজলী।