ছবিঃ জয়পুর কণ্ঠ
নিজস্ব প্রতিনিধিঃ ১২ অক্টোবর ২০২৫, রবিবার
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা টেম্পল রোড সংলগ্ন টাউন ক্লাবের ভাঙ্গা ও নিষিদ্ধ ঘোষিত পার্টি অফিস মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আখড়া।
আজ রবিবার দুপুরে ওই আখড়া থেকে ৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ রবিউল ইসলাম (৩০), পিতাঃ মৃত: জয়নাল খান, সাংঃ মিয়াপাড়া, শাজাহানপুর। মোঃ শিপন (৩৫), পিতাঃ মৃত: আজাহার আলী, শহরের হাড্ডিপট্টি, মোঃ নুরনবী (৩০), পিতাঃ মোঃ বিরাজ আলী, শহরের নাটাইপাড়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম, সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৩ জন আসামীকে ৬পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদেরকে ৩ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।