ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার, জয়পুরহাট :
পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জয়পুরহাট জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় জয়পুরহাট জেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট হতে তাদের বিভিন্ন প্রস্তাবনা শুনেন এবং সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। দুর্গোৎসব চলাকালীন কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য অনুরোধ করেন ।
উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জসহ জয়পুরহাট জেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ।