1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারের কৃতি সন্তান হাসানূর রেজা শাহীন নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি লাভ ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে জমে উঠেছে ঐতিহ্যবাহী মাছের মেলা কালাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়াকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে আদিবাসীদের অন্তর্ভুক্তিমূলক ভোটদান শিক্ষা প্রকল্পের উদ্বোধন শোক সংবাদ আক্কেলপুরে ৬৯টি স্কুলে পাঠদান বন্ধ— শিক্ষকদের কর্মবিরতি চলছে অনির্দিষ্টকাল পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ জন সাপাহারে হাকিমপুরে প্রাথমিক শিক্ষকদের কর্ম বিরতি পালিত

সাপাহারের কৃতি সন্তান হাসানূর রেজা শাহীন নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি লাভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টার: ১৮ নভেম্বর ২০২৫

গণপূর্ত ক্যাডার সার্ভিসের কর্মকর্তা মোঃ হাসানূর রেজা শাহীন নির্বাহী প্রকৌশলী (উপসচিব সমমান, ৫ম গ্রেড) পদে পদোন্নতি লাভ করেছেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর এই পদোন্নতি তাকে প্রদান করা হয়। দক্ষতা, সৎভাব, কর্মনিষ্ঠা ও সততার প্রতিফলন হিসেবেই তার এই সাফল্যকে দেখছেন সহকর্মীরা।

মোঃ হাসানূর রেজা শাহীন নওগাঁর সাপাহার উপজেলার স্থায়ী বাসিন্দা। তার পিতা মোঃ মোত্তালিব হোসেন এবং মাতা মোছাঃ হাসিনা বেগম। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।

ছোটবেলা থেকেই মেধাবী শাহীন ২০০০ সালে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্ক সহ প্রথম বিভাগে এসএসসি এবং রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি তৎকালীন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে প্রকৌশল বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পাশাপাশি তিনি ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন। তার কর্মজীবন শুরু হয় রংপুর গণপূর্ত সার্কেলে। ২০১৬ সালে তিনি উপবিভাগীয় প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগ, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ প্রকল্প এবং মিরপুর গণপূর্ত বিভাগে দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও সফলতার সাথে।

১১ বছরের কর্মজীবনে সততা, যোগ্যতা ও দায়িত্বশীলতার প্রমাণ রেখে গণপূর্ত বিভাগের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

মোঃ হাসানূর রেজা শাহীন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সাফল্য আমার পরিবারের দোয়া, সহকর্মীদের সহযোগিতা এবং কর্মস্থলের সুদীর্ঘ অভিজ্ঞতার ফল। আমার এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা যেন সব সময় আমার শক্তি হিসেবে থাকে।”
তিনি ভবিষ্যতের দায়িত্ব আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্থানীয় এলাকায় তিনি কৃতি ও মেধাবী সন্তান হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত। নির্বাহী প্রকৌশলী পদে তার এ অগ্রগতি এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট