1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন প্রত্যয়ে ব্যবসা-বাণিজ্যের অগ্রযাত্রা জয়পুরহাট জেলায় শীতে মানুষ জবুথবুঃ দুর্ভোগে নিম্নআয়ের মানুষ শীতার্ত শিশুদের উষ্ণতায় পামডোর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ হাকিমপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত জয়পুরহাটে সংবাদ সংগ্রহের সময় এনটিভি সাংবাদিককে লাঞ্ছিত, সংরক্ষিত নারী মেম্বার নুরবানু গ্রেপ্তার নওগাঁ মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান জয়পুরহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা প্রেসক্লাবের সামনে জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির বক্তব্য প্রদান জবই বিলে পাখির প্রজাতি বেড়েছে, সংখ্যা কমেছে উদ্বেগজনক হারে আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আক্কেলপুরে ৬৯টি স্কুলে পাঠদান বন্ধ— শিক্ষকদের কর্মবিরতি চলছে অনির্দিষ্টকাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৯ নভেম্বর ২০২৫

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আক্কেলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল মোহাম্মদ রায়হানের নেতৃত্বে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারী পুলিশের বিচার এবং আটক সহকারী শিক্ষক আব্দুল কাদেরসহ চারজনের নিঃশর্ত মুক্তি দাবি করেন শিক্ষকরা।

প্রধান শিক্ষক রায়হান বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি। কিন্তু আমাদের ন্যায্য দাবির প্রতি সরকারের উদাসীনতা দুঃখজনক। আমরা কোনো রাজনৈতিক আন্দোলন করছি না, প্রাপ্য অধিকার চাইছি।”

এর আগে শনিবার বিকেলে ঢাকার শাহবাগে শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হন।

উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মবিরতির কারণে প্রায় ১১ হাজার শিক্ষার্থীর ক্লাস বন্ধ রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অভিভাবকরা জানান, বারবার শিক্ষক আন্দোলনের ফলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা বলেন, “দাবি থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি করে আন্দোলন করা দায়িত্বশীলতার পরিচয় নয়।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষকরা যেন শ্রেণিকাজ শেষে কর্মসূচি পালন করেন, সে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনো তারা ক্লাসে ফেরেননি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট