ছবিঃ সংগৃহীত
কণ্ঠ ডেক্সঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক বিষয় বিবেচনা করে আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। প্রশাসন জানিয়েছে, খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
প্রশাসন সূত্রে জানা যায়, ‘আগামীকাল সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা (চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ, নিরাপত্তা টিম) যথারীতি চালু থাকবে। আগামী সোমবার ক্লাস চলমান থাকবে তবে ফাইনাল পরিক্ষা স্থগিত থাকবে।’
উল্লেখ্য, জাকসু নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আজ তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে।