1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

তিনটি রাজনৈতিক দলের সাথে জামায়াতের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ডেক্স রিপোর্টঃ ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র, ১৪৩২

দল তিনটি হলো— জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।

তিনটি রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

দল তিনটি হলো— জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।

পরে জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দেশ ও দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের (সাবেক এমপি) ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো: সফিকুল ইসলাম, মো: হাসমত উল্লাহ ও গণসংযোগ সমন্বয়ক মো: নজরুল ইসলাম বাবলু, এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের, মহাসচিব এইচ এম আবু সাঈদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাবেদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হোসেন ও শাহ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হাওলাদার, প্রচার ও দফতর সম্পাদক ইকবাল হোসেন জনি, নির্বাহী সদস্য জাকির হোসেন ও মোফাজ্জল হোসেন, কৃষ্টিয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম কবির ও ছাত্রবিষয়ক সম্পাদক মো: আরিফ হোসেন এবং বাংলাদেশ জনজোট পার্টির চেয়ারম্যান মুজাম্মেল সিরাজী, উপদেষ্টা হারুন অর রশিদ খাঁন, মুখ্য সংগঠক মতিউর রহমান ও পর্যটনবিষয়ক সম্পাদক হুমায়েদ আবির এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এ মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে নির্বাচন কমিশন কর্তৃক গতানুতিক রোডম্যাপ ঘোষণা, সংস্কার, বিচার কার্যক্রম এবং জুলাই জাতীয় সনদ-২০২৫-এর আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট