1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রাম আদালতে ১০ টাকায় মিলছে ন্যায়বিচার মারবি তো মার একেবারে বটির চোট, কালাইয়ে স্ত্রীর আঘাতে স্বামী আহত জয়পুরহাটে স্বামীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালাই সাংবাদিক পরিষদের মানববন্ধন জয়পুরহাট জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গণঅভ্যুত্থান সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন আদনান গণঅভ্যুত্থানে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেলেন ভিপি শুভ্র সাংবাদিকদের সাথে মতবিনিময়, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আমিনুর ইসলাম

দীর্ঘদিন পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

ডেক্স  রিপোর্টঃ বৃহস্পতিবার (২৬ জুন)

দীর্ঘদিন পর আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৃহস্পতিবার (২৬ জুন) দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলারে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাবপদ্ধতি ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুসারে রিজার্ভের প্রকৃত পরিমাণ ২৫ বিলিয়ন ডলারের ঘরে, এবং ব্যবহারযোগ্য রিজার্ভ বর্তমানে ১৯ বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছে।

রিজার্ভ বৃদ্ধির পেছনে কী কারণে?
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সরকারের আমলে প্রবাসী আয় বেড়ে যাওয়াকে রিজার্ভ বৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর হার উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার ফলে বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বেড়েছে এবং কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়নি। উল্লেখযোগ্যভাবে, গত ১০ মাস ধরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির প্রয়োজন অনুভব করেনি।

এছাড়া বাজেট সহায়তা, ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার এবং বিভিন্ন বহুপাক্ষিক উৎস থেকে ঋণের অর্থ ছাড়ের ফলে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা রিজার্ভে যোগ হয়েছে। চলতি সময় পর্যন্ত এসব উৎস থেকে ৫০০ কোটির (৫ বিলিয়ন) বেশি ডলার দেশে এসেছে।

আরও অর্থ আসছে রিজার্ভে
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় আইএমএফ শিগগিরই আরও ৯০ কোটি ডলার ঋণ ছাড় করবে। পাশাপাশি বিশ্বব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB), জাপান এবং ওপেক ফান্ড থেকেও প্রায় ১৫০ কোটি ডলারের মতো ঋণ আসার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এসব অর্থ জুন মাসের মধ্যেই রিজার্ভে যোগ হবে, ফলে মাস শেষে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

‘ঋণনির্ভর হলেও চাপ তৈরি হবে না’
বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, “রিজার্ভ মূলত ঋণনির্ভরভাবে বাড়লেও এসব ঋণ দীর্ঘমেয়াদি এবং স্বল্প সুদে পাওয়া যাচ্ছে। সেজন্য তা নিকট ভবিষ্যতে বড় কোনো চাপ তৈরি করবে না। বরং বাজেট বাস্তবায়ন, ব্যাংক খাত সংস্কার এবং রাজস্ব ব্যবস্থার উন্নয়নে এই অর্থ ব্যয় হবে, যা সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করবে।”

রেমিট্যান্স ও রপ্তানি খাতেও উজ্জ্বল চিত্র
প্রবাসী আয়ের দিক থেকেও ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে। সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট