
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার, নওগাঁঃ ১৭ জানুয়ারী ২০২৬
নওগাঁর পত্নীতলায় এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনায় ১৬ মাস বয়সী কন্যা সন্তানকে আত্রাই নদীতে ফেলে দেওয়ার পর নিজেই থানায় গিয়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এক মা। তবে ভাগ্যের জোরে শিশুটি জীবিত উদ্ধার হয়েছে। সাহসিকতার পরিচয় দেওয়া উদ্ধারকারী ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলার মাহমুদপুর ব্রিজ এলাকায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে জীবিত উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।
থানায় গিয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাহীন নামের এক নারী পত্নীতলা থানায় হাজির হয়ে জানান, তিনি তার ১৬ মাস বয়সী কন্যা সন্তানকে মাহমুদপুর ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন এবং এজন্য তাকে গ্রেপ্তার করার অনুরোধ করেন। তার বক্তব্য শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে এক ব্যক্তি শিশুটিকে নদীর পানি থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা দিচ্ছিলেন। পরে পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করে।
‘মানসিক অসুস্থতার কারণেই এমন ঘটনা’
শিশুটির বাবা মেহেদী হাসান জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক অসুস্থতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। স্ত্রীর সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশের বক্তব্য, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, “এক নারী থানায় এসে দাবি করেন, তিনি তার সন্তানকে নদীতে ফেলে দিয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঘটনার পর আমি নিজে হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছি। যে ব্যক্তি সাহসিকতার সঙ্গে শিশুটিকে নদী থেকে উদ্ধার করেছেন, তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। শিশুর পরিবার আমাদের আশ্বস্ত করেছে, তারা শিশুর নিরাপত্তা নিশ্চিত করবেন এবং মায়ের মানসিক চিকিৎসার ব্যবস্থা নেবেন।”
মায়ের ভয়ংকর সিদ্ধান্তের মাঝেও মানবিকতার জয় হয়েছে এক সচেতন নাগরিকের সাহসী উদ্যোগে। অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি নিষ্পাপ প্রাণ—এ ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।