
ছবিঃ জয়পুর কণ্ঠ গেছে
এসএম শামীম হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৬ ডিসেম্বর ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও গণমানুষের নেতা মাসুদ রানা প্রধান পাঁচবিবি উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় পাঁচবিবি পৌর কমিটি সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সুনীল কুমার রায়, এবং উপস্থাপনা করেন বাবু সুনীল কুন্ডু। উপজেলা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রার্থী মাসুদ রানা প্রধান প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু পরমেশ্বর মাহাতো, কালাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বাবু মনীষ চৌধুরী, ডাক্তার দ্বিজেন্দ্রনাথ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক গুলশান আরা গেলিন, আটাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন চৌধুরী আবু, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পি, সাবেক সভাপতি ভরতপ্রসাদ গোয়ালা, ব্যবসায়ী শ্রী মনোরঞ্জন দাস রতন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রকি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাব্বি, যুবদল নেতা আনিসুর রহমান, নয়ন প্রধান, সাব্বির হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সেবা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। গণমানুষের নেতা রানা প্রধান বলেন, “দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা রক্ষাই আমার অঙ্গীকার। পাঁচবিবির সকল মানুষের সুখ-দুঃখে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
মতবিনিময় সভায় পাঁচবিবি ও বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বহু মানুষ উপস্থিত ছিলেন।