1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন প্রত্যয়ে ব্যবসা-বাণিজ্যের অগ্রযাত্রা জয়পুরহাট জেলায় শীতে মানুষ জবুথবুঃ দুর্ভোগে নিম্নআয়ের মানুষ শীতার্ত শিশুদের উষ্ণতায় পামডোর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ হাকিমপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত জয়পুরহাটে সংবাদ সংগ্রহের সময় এনটিভি সাংবাদিককে লাঞ্ছিত, সংরক্ষিত নারী মেম্বার নুরবানু গ্রেপ্তার নওগাঁ মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান জয়পুরহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা প্রেসক্লাবের সামনে জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির বক্তব্য প্রদান জবই বিলে পাখির প্রজাতি বেড়েছে, সংখ্যা কমেছে উদ্বেগজনক হারে আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মান্দায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ২১ নভেম্বর ২০২৫

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় পথসভাটি হয়। এর আগে সতিহাট এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেলে শোডাউন করে নেতা–কর্মীরা সেখানে পৌঁছান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদা। সঞ্চালনা করেন মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদল।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়নই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের পথ খুলে দেবে। ষড়যন্ত্র করে কোনও লাভ হবে না।”

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু।

এ ছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কাজী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক মাওলানা কাজী আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডি.এম. আব্দুল মালেক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা, শরিফুল ইসলাম বেলাল, অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন।

এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা পথসভায় যোগ দেন। তেঁতুলিয়া, ভারশোঁ, ভালাইন, পরানপুর, মান্দা, গণেশপুর, মৈনম, প্রসাদপুর, কুসুম্বা, নূরুল্যাবাদ, কালিকাপুর, কাঁশোপাড়া, কসব ও বিষ্ণপুর ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট