ছবিঃ জয়পুর কণ্ঠ
বাবুল আকতার, সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী কর্মী উজ্জীবনী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, আব্দুল মজিদ সরকার, তরিকুল ইসলাম (চেয়ারম্যান), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ মোতালেব মাস্টার, যুব বিষয়ক সম্পাদক আক্কাস আলী এবং শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী সহ উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নেই। এখন থেকেই সকলে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে।
এছাড়াও বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।