1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হিলি বাজারে ভোক্তা অধিকারের অভিযান — ৬ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত পাঁচবিবিতে বিএনপি কর্মীদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় পাঁচবিবিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আশা জয়পুরহাট জেলার পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র হস্তান্তর ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮তম শাখার উদ্বোধন ধামইরহাটে প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ১৫০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে ছাগল বিতরণ সাপাহারে শিক্ষার নতুন দিগন্ত: বিশ্বমানের ‘সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল’-এর যাত্রা শুরু সাপাহারের কৃতি সন্তান হাসানূর রেজা শাহীন নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি লাভ ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাপাহারে শিক্ষার নতুন দিগন্ত: বিশ্বমানের ‘সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল’-এর যাত্রা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১৯ নভেম্বর ২০২৫

নওগাঁর সীমান্তঘেঁষা সাপাহার উপজেলায় শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর এবার বিশ্বমানের শিক্ষা বিস্তারের স্বপ্ন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল, সাপাহার’। আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গ পাঠদান শুরুর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম ইতোমধ্যেই বেগবান করেছে।

বিশ্বব্যাপী পরিচিত ও ঐতিহ্যবাহী ‘সোসাইটি অব জিজাস’ (জেসুইট) কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠান কোনো সাধারণ স্কুল নয়। ১৫৪০ সালে স্পেনের লয়োলার সেন্ট ইগনাশিয়াস কর্তৃক যাত্রা শুরু করা জেসুইটরা বর্তমানে বিশ্বের ৯৬টি দেশে ৪,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। এদের অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রের ৪৫টি এবং ভারতের ৬৫টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কলেজ। বাংলাদেশেও জেসুইটদের পরিচালিত নটরডেম কলেজ ও বিশ্ববিদ্যালয়, হলিক্রস স্কুল এন্ড কলেজ, সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজসহ দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বহুদিন ধরেই শ্রেষ্ঠত্বের সাক্ষর রেখে আসছে।

পুরোদস্তুর ইংলিশ মিডিয়াম শিক্ষা—ক্যামব্রিজ কারিকুলাম অনুসারে সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানায়, এটি গতানুগতিক ‘ইংলিশ ভার্সন’ স্কুল নয়। বরং ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুসরণ করে সরাসরি আন্তর্জাতিক মানদণ্ডে পাঠদান করা হবে। শিক্ষার্থীদের বই, মূল্যায়ন পদ্ধতি ও বিষয়বস্তু সম্পূর্ণই বিশ্বমানের হবে।

প্রতিষ্ঠানের শিক্ষাদর্শনের মূল ভিত্তি ‘কুরা পারসোনালিস’, যার অর্থ—প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ ও যত্নে বিশেষ মনোযোগ দেওয়া। পাশাপাশি ‘ম্যাজিস’ বা উৎকর্ষ সাধনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একাডেমিক, নৈতিক, সামাজিক ও মানসিক বিকাশের ওপর জোর দেওয়া হবে।

অধ্যক্ষের মন্তব্য
স্কুলটির অধ্যক্ষ ড. ফাদার মিল্টন কস্তা, এস.জে বলেন— “আমাদের লক্ষ্য শুধু ভালো রেজাল্ট নয়, বরং শিক্ষার্থীদের চরিত্রবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। এখানে পড়লে শিক্ষার্থীদের বাইরে কোচিং বা প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। ক্লাসেই আমরা সম্পূর্ণ শিক্ষা নিশ্চিত করব।”

শুরু হচ্ছে নার্সারি-কেজি, লক্ষ্য ‘ও’ ও ‘এ’ লেভেল
প্রাথমিকভাবে নার্সারি ও কেজি-১ শ্রেণি দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলটি ‘ও’ লেভেল (এসএসসি সমমান) ও ‘এ’ লেভেল (এইচএসসি সমমান) পর্যন্ত সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে—এমন লক্ষ্যেই শিক্ষা বিন্যাস সাজানো হয়েছে।

নিজস্ব ক্যাম্পাসে আধুনিক সুবিধা
সাপাহারের জয়পুর এলাকার পোরশা রোডে, ডাঃ মো. শহিদুল ইসলামের ক্লিনিকের বিপরীত পাশে প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে উঠেছে স্কুলটির নিজস্ব ক্যাম্পাস। এখানে রয়েছে—

আধুনিক ও আলোক-পরিবেশবান্ধব শ্রেণিকক্ষ
শিক্ষার্থীদের জন্য আলাদা ডেস্ক চশিশুদের উপযোগী নিরাপদ ও মনোরম পরিবেশ

ভর্তি চলছে ২০২৬ শিক্ষাবর্ষে
২০২৬ সালের জানুয়ারি সেশনের জন্য ভর্তি কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

১ ডিসেম্বর ২০২৫ থেকে ফরম পূরণ ও ভর্তি প্রক্রিয়া পূর্ণোদ্যমে চলবে

১১ জানুয়ারি ২০২৬ থেকে ক্লাস শুরু হবে
ধর্ম, বর্ণ, জাতি—সকলের জন্য উন্মুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠান।

অভিভাবক ও স্থানীয়দের আশা উপজেলার শিক্ষাপ্রেমী মোস্তাক আহমেদ বলেন— “সাপাহারের মতো মফস্বল এলাকায় এমন আন্তর্জাতিকমানের স্কুল প্রতিষ্ঠা সত্যিই আশার আলো। অভিভাবকরা এখন নিজেদের সন্তানদের বিশ্বমানের শিক্ষার সুযোগ দিতে পারবে স্থানীয়ভাবেই।”

সাপাহারের শিক্ষাক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল—যা ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী এলাকাবাসী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট