
ছবিঃ জয়পুর কণ্ঠ
ওরিয়েন্টেশন: ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম পাঁচবিবিতে অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ ০৯ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে আইএফইএস-এর সহযোগিতায় এবং পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) বাস্তবায়নে অনুষ্ঠিত হলো “ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম” বিষয়ক ওরিয়েন্টেশন।
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫ ইং, উপজেলা হলরুমে আয়োজিত এ ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন এলাকার নারী ও পুরুষ ভোটারগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুন, পাঁচবিবি থানা তদন্ত কর্মকর্তা এবং পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হৈমন্তী সরকার।
ওরিয়েন্টেশনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে ছিল—প্রকল্পের সার্বিক পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, ভোট প্রদানের প্রস্তুতি ও করণীয়।
বক্তারা বলেন, সুশিক্ষিত ও সচেতন ভোটার তৈরির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এ ধরনের ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী, পুরুষ, বিশেষ চাহিদাসম্পন্নসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা ভোটদান পদ্ধতি ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছেন, যা আগামীর নির্বাচনে সচেতন ভোটার হিসেবে ভূমিকা রাখতে সহায়তা করবে।