1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

পাঁচবিবিতে ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসা, কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর রোজ বুধবার বিকেলে ৪.০০ টায় পাঁচবিবি স্টেডিয়াম মাঠে, জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমান রিয়াজ।
তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলায় একমাত্র মাদক নেশা থেকে এবং মোবাইল আসক্ত থেকে মুক্তি রাখতে পারে, নিজের শরীরকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই, তাই সকল স্কুলের ছেলেমেয়েদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাঁচবিবি উপজেলার মোট ৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৩ দিনব্যাপী এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা (ভূমি) কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন চৌধুরী, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুদেব চন্দ্র দাস, কোতোয়ালিবাগ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, মহিপুর মাওলানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, সোনাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উড়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বাবু,উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগণ স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ, এবং বিভিন্ন শিক্ষা খেলোয়ার বিন্দুরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট