ছবিঃ জয়পুর কণ্ঠ
শাহ আলম, বিশেষ প্রতিবেদকঃ ১২ অক্টোবর ২০২৫
গাইবান্ধা জেলার গোবিন্দগন্জে বাংলাদেশের জনপ্রিয়, স্বনামধন্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স ( পি,এল,সি) এর পুরস্কার ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১২টায় গাইবান্ধা জোনের গোবিন্দগঞ্জ জোনাল অফিসের আয়োজনে জোন প্রধান রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত রংপুর এরিয়া ইন্চার্জ ও পরিচালনা কমিটির এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বেলাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহেল রানা রংপুর এরিয়া অফিস,গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার খুরশীদ আলী।এ সময় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী অফিসের এ,জি,এম নারায়ন বাবু,গোবিন্দগন্জ অফিসের এ,জি,এম আসরাফুল ইসলাম,ঘোড়াঘাট সাংগঠনিক অফিসের এ,জি,এম শহীদুল ইসলাম, এ,জি,এম,ইব্রাহিম মন্ডল, গাইবান্ধা অফিসের বি,এম আতাউর রহমান, পলাশবাড়ী অফিসের হিসাব রক্ষক মিজানুর রহমান সহ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে সকল অফিসের শাখা ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও এফ,এ বৃন্দ উপস্থিত ছিলেন।