মুনসুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ শনিবার, ১২ জুলাই
আগামীতে যদি আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি জয়পুরহাটকে উন্নয়নের জোয়ারে ভাসাবো ইনশাআল্লাহ। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহব্বান জানান।
জয়পুরহাট সদর উপজেলা ও পৌরসভায় অবস্থিত সকল মসজিদের সন্মানিত ইমাম সাহেব গনের সাথে মতবিনিময় সভায় ১২ জুলাই শনিবার জয়পুরহাট পৌর কমিউনিটি অডিটোরিয়ামে আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনায় বানিয়াপাড়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ সাইদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দল জয়পুরহাট জেলা শাখার আহবায়ক মোঃ লোকমান হোসাইন, সদস্য সচিব কাজী মোঃ শহিদুল ইসলাম, মাওঃ জয়নাল আবেদীন, মাসুদ, আবু আনাস প্রমুখ।