ছবিঃ জয়পুর কণ্ঠ
পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে সকল ধরনের কাগজের প্লেট তৈরির কারখানা সেলিনা ট্রেডার্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় পৌর শহরের দমদমা মহল্লায় সেলিনা ট্রেডার্স এর স্বত্বাধিকারী ইয়াসির আরাফাত তারেক চৌধুরী সকল ধরনের কাগজের প্লেট তৈরির কারখানার শুভ উদ্বোধন করেন।
তারেক চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি পাঁচবিবি মানুষের বেকারত্বের দূর করার উদ্যোগ গ্রহণ করেছি,
এই কারখানায় প্রত্যেকদিন ৫০ থেকে ৬০ জন কর্মচারী কাজ করতে পারবে, এখানে যে কাগজের প্লেট তৈরি হবে এই প্লেট জেলা উপজেলার বিভিন্ন জায়গায় চালান করা হবে। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিকট, ও উপজেলাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সবাই অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঁচবিবির বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মনসুর রহমান মন্ডল, গোলাম রসুল চৌধুরী, পাঁচবিবি মাতাশ মঞ্জিলের খাইরুজ্জামান, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, অর্থ সম্পাদক জাহিদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলকে নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।