1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

পাঁচবিবিতে মেয়াদ উত্তীর্ণ দলিল ধংস করা হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নিজস্ব প্রতিনিধিঃ  বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র, ১৪৩২

জয়পুরহাটের পাঁচবিবির মেয়াদ উত্তীর্ণ দলিল চলতি বছর ৩০ সেপ্টেম্বর ধংস করবে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। ঢাকা ভুমি অধিদপ্তরের মহা-পরিদর্শকের সরকারি আদেশে এ উপজেলায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত (১৫২১-১৭৮৮) নম্বর পর্যন্ত নিবন্ধনকৃত দলিল ধংস করা হবে। বিষয়টি উপজেলাবাসির অবগতির জন্য বিভিন্ন সরকারি, বে-সরকারি অফিস, জনগুরুত্বপূর্ণ স্থান ও প্রতিটি ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়া ব্যাপক প্রচারের লক্ষ্যে উপজেলার সর্বোত মাইকিং করা হয়। উপজেলা সাব রেজিস্ট্রার সমিতির সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুল বলেন, যারা এ অফিসের মাধ্যমে জমি ক্রয়-বিক্রয় করে এখনো তাদের দলিল উত্তোলন করেনি। আগামী ৩০ তারিখের আগে তাদের দলিল গ্রহণের অনুরোধ করা হলো।

উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ তরিকুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ৩০ সেপ্টেম্বর মেয়াদ উত্তীর্ণ দলিল গুলো ধংস করা হবে। সরকারি ফিস দিয়ে নিজেদের দলিল অফিস থেকে উত্তোলন করে নেওয়ার অনুরোধও করেন এ কর্মকর্তা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট