
ছবিঃ জয়পুর কণ্ঠ
নিজস্ব প্রতিনিধিঃ ১০ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটের আয়মা রসুলপুর ইউনিয়নে সংবাদ সংগ্রহের সময় এনটিভি অনলাইনের জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। অভিযুক্ত হিসেবে ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য নুরবানুর নাম উঠে এসেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে। স্থানীয় একটি ঘটনার তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিক মনোয়ারের ওপর হামলা চালানো হয়। তিনি অভিযোগ করেন, প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে মেম্বার নুরবানু উত্তেজিত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানান। তারা বলেন,
“তথ্য সংগ্রহ কিংবা প্রতিবেদন প্রকাশের পর অনেক সময় দুষ্কৃতকারীরা সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে অপমান ও হয়রানি করে—যা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”
এ ঘটনায় সাংবাদিক সমাজ একাত্মতা প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিক মনোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালায়। ১০ ডিসেম্বর রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে নুরবানুকে গ্রেপ্তার করে পুলিশ। থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে চরম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাংবাদিকরা আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।