1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রাম আদালতে ১০ টাকায় মিলছে ন্যায়বিচার মারবি তো মার একেবারে বটির চোট, কালাইয়ে স্ত্রীর আঘাতে স্বামী আহত জয়পুরহাটে স্বামীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পাঁচবিবিতে সাংবাদিকদের মানববন্ধন মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালাই সাংবাদিক পরিষদের মানববন্ধন জয়পুরহাট জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গণঅভ্যুত্থান সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন আদনান গণঅভ্যুত্থানে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেলেন ভিপি শুভ্র সাংবাদিকদের সাথে মতবিনিময়, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আমিনুর ইসলাম

পাঁচবিবিতে উঠানে সেনাসদস্যের আখ চাষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

আকতার হোসেন বকুল, সাংবাদিক, ২২ জুলাই ২০২৫

৬ মাস আগে নওগাঁয় বেড়াতে গিয়ে শখের বশে ১’হাজার পিচ ফিলিপাইন জাতের আখের চারা ক্রয় করে বাড়ির উঠানে লাগায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাহমুদুল হাসান। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ইউটিউব চ্যানেল ঘেঁটে চারাগুলো উঠানের ফাঁকা জায়গায় রোপণ করে। ইতিমধ্যেই আখগুলো ৬ মাস বয়সেই তার চেয়েও বেশি লম্বা হয়েছে। কৃষি অফিস সার্বিক পরামর্শ দেয় বলে জানান তিনি।

জয়পুরহাটের পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নর জয়পুরহাট-হিলি পাকারাস্তা সংলগ্ন দরগা পাড়ায় মাহমুদুলের বাড়ি। রাস্তা থেকেই উঠানে ফিলিপাইন খয়েরী কালো রংয়ের আখের গাছগুলো দেখাযায়। উপজেলার দরগা পাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে সেনাসদস্য মাহমুদুল হাসানের বাড়ির চারপাশে বস্তায় আদা চাষ সহ বিভিন্ন ফুল-ফল ও সবজি বাগান দেখা যায়। হাসান বলেন, বাড়ির সামনের ৬’শতক জমিতে ফিলিপাইন জাতের আখের চারা রোপন করেছি। রোপনের পর থেকেই আখের চারাগুলোর পরিচর্চা করে আসছি একারণে গাছগুলো বেশ ভালো হয়েছে। তিনি আরো বলেন, ৬ মাস বয়সেই আখগুলো আমার চেয়েও লম্বা হয়েছে। তবে ১ বছর বয়স হলে এ জাতের আখ পুরুত্ব পায় এবং ১২-১৬ ফিট পর্যন্ত লম্বা হয়। অন্য ফসল চাষাবাদে যে পরিমানে টাকা খরচ করতে হয় আখ চাষে খরচ নেই বললেই চলে। জমিতে রাসায়নিক সার ব্যবহারের চেয়ে পোকামাকড় নিধন বিষ প্রয়োগ করতে হয় বেশি। এ পর্যন্ত চারাগুলো, রাসায়নিক সার ও কীটনাশক বাবদ ৫ হাজার টাকার মতো খরচ হয়েছে বলে জানান তিনি। প্রতি পিচ আখ ৫০ টাকা দরে বিক্রি করলেও খরচ বাদে ৪০ হাজার টাকা লাভ হবে এমন আশা প্রকাশ করেন সেনাসদস্য মাহমুদুল হাসান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, ফিলিপাইনের কালো জাতের আখ চাষে খরচ তুলনামূলক অন্য ফসলের চেয়ে কম। চাষিরা চাইলে বাণিজ্যিকাবে আখ চাষ করে লাভবান হওয়া সম্ভব। এ আখে প্রচুর পরিমানে রস বিদ্যমান চিবিয়ে খেতে বেশ লাগে এবং শরীরের জন্য উপকারী। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সব চাষীদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি বলেও জানান এ কর্মকর্তা।

আকতার হোসেন বকুল

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট